ইউক্রেনের খেমিলনিৎস্কি অঞ্চলের স্তারোকোনস্তানতিনোভ সামরিক ঘাঁটিতে রাশিয়া হাইপারসনিক কিঞ্জহাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরকবাহী ড্রোনও ব্যবহৃত হয়। কিঞ্জহাল, যা পশ্চিমে ‘ড্যাগার’ নামে পরিচিত, রাশিয়ার অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক অস্ত্র। হামলার বিষয়ে ইউক্রেন এখনও কোনো মন্তব্য করেনি। তবে রাশিয়া জানিয়েছে, গত এক সপ্তাহে তারা ছয়বার ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করে এবং এই সংঘাত এখনো চলছে।