ইরান, রাশিয়া ও চীনের জ্যেষ্ঠ কর্মকর্তারা তেহরানে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা ও পশ্চিমা আধিপত্য মোকাবিলায় সমন্বয় ও সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ইউরোপীয় ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞার কোনো আইনগত ভিত্তি নেই এবং এটি অবৈধ। বৈঠকে তারা বলপূর্বক কূটনীতির বিরুদ্ধে সতর্কতা ও দক্ষিণ গোলার্ধের দেশগুলোর প্রতি নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব তুলে ধরেন। তিন দেশ ভবিষ্যতে নিবিড় পরামর্শ চালিয়ে যাবার এবং ইস্তানবুলে ইউরোপীয় ‘ট্রোইকা’’র সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান সব নিষেধাজ্ঞা নিঃশর্ত প্রত্যাহারের পূর্বশর্তে স্থায়ী সমাধানের আশাবাদ ব্যক্ত করেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।