প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জানিয়েছে, ভারতীয় মূলধারার কয়েকটি গণমাধ্যম “গ্রেটার বাংলাদেশ” নামে একটি মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এসব গণমাধ্যম — ফিনানসিয়াল এক্সপ্রেস, ফার্স্ট পোস্ট, ইন্ডিয়া ডট কম, এবিপি লাইভ ও নিউজ এইটিন — দাবি করেছে যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুর্কি সংসদীয় প্রতিনিধিদলকে “গ্রেটার বাংলাদেশ” মানচিত্র উপহার দিয়েছেন।
বাস্তবে, বইটি ছিল ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের সংকলন আর্ট অব ট্রায়াম্ফ — যার প্রচ্ছদে একটি শিল্পনির্ভর মানচিত্র আঁকা ছিল। বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা যায়, এই ছবিটি কোনো রাজনৈতিক বার্তা নয়; এটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত শিল্পকর্ম, যা বাংলাদেশের সরকারি মানচিত্র নয় এবং তাতে বিদেশি ভূখণ্ডও যুক্ত নয়।
আগেও ভারতীয় গণমাধ্যম একই ধরনের মিথ্যা দাবি করেছে, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রদর্শনীকে কেন্দ্র করে। এসব অপপ্রচার ‘গ্রেটার বাংলাদেশ’ ষড়যন্ত্রতত্ত্বকে উসকে দেয়ার প্রচেষ্টা বলে মন্তব্য করেছে বাংলাফ্যাক্ট। প্রতিষ্ঠানটি বলছে, ভারতীয় মিডিয়া বিভ্রান্তিকর তথ্য ও প্রপাগান্ডা চালালেও বাংলাফ্যাক্ট সঠিক তথ্য যাচাই করে জনগণের সামনে উপস্থাপন করে যাচ্ছে।