সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন যে ইসরাইল ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনা করছে। তিনি এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিকি বলেন, সোমালিয়া নিশ্চিত করেছে যে ইসরাইল ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। সম্প্রতি ইসরাইল সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তবে ইসরাইল ও সোমালিল্যান্ড উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছে। ১৯৯১ সালে সোমালিল্যান্ড সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করলেও জাতিসংঘ এখনো তাকে স্বীকৃতি দেয়নি। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার ইসরাইলের চ্যানেল ১৪-কে বলেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিল্যান্ডে স্থানান্তর কোনো চুক্তির অংশ নয়।
তিনি আরও বলেন, ইসরাইল ও সোমালিল্যান্ডের মধ্যে রাজনীতি, নিরাপত্তা ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে, তবে জনসংখ্যা স্থানান্তর তার অংশ নয়।