রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পশ্চিমা দেশগুলোর ইউক্রেন নীতিকে হিটলারের স্লাভ জনগোষ্ঠী ধ্বংসের পরিকল্পনার সঙ্গে তুলনা করেছেন। রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিমারা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে ইউক্রেনকে ব্যবহার করছে এবং একই সঙ্গে ইউক্রেনীয় জনগণকে নিশ্চিহ্ন করার পরিকল্পনাও করছে। তার দাবি, ৮৫ বছর আগেও পশ্চিমাদের এমন ধারণা ছিল এবং বর্তমান পরিস্থিতি নাৎসিবাদ ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। জাখারোভা বলেন, পশ্চিমারা স্বাধীন ইউক্রেন চায় না, বরং এমন ইউক্রেন চায় যা তাদের নিয়ন্ত্রণে থাকবে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে দেশদ্রোহের অভিযোগে অভিযুক্ত করেন। জাখারোভা ইউক্রেনীয়দের যেকোনো উপায়ে নিজেদের ও পরিবারের সুরক্ষার আহ্বান জানান।