আবু বাকের মজুমদার লেখেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হলেও কিছু জায়গায় অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ ওঠেছে। তারপরও গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আরও লেখেন, ‘খুব দুঃসময়েও এ ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সবকিছু বাজি ধরেছি। আমার ছাত্রজীবনের স্বপ্ন ছিল শেখ হাসিনার পতন, সেটি সফল হয়েছে। যতদিন এ ক্যাম্পাসে থাকব, ততদিন আপনাদের সঙ্গেই আছি।’ প্রসঙ্গত, জিএস পদে পরাজিত হয়েছেন আবু বাকের মজুমদার। ঘোষিত ফলাফলে আবু বাকের ভোট পেয়েছেন ২ হাজার ১৩১টি। যেখানে ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন এসএম ফরহাদ।