বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বৃহস্পতিবার সকালে ছাতনী ইউনিয়নের ছাতনী ভাটপাড়া গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন। তিনি বলেন, ২০০১ সালে মন্ত্রী হওয়ার পর পাঁচ বছরে নাটোরে ব্যাপক উন্নয়ন করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার কোনো উন্নয়ন না করে শুধু লুটপাট করেছে। দুলু নাটোরবাসীকে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান এবং আগের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
দুলু অভিযোগ করেন, গত ২০ বছর নাটোর সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে এবং বিএনপি ক্ষমতায় এলে তিনি এলাকাটিকে শান্তি ও উন্নয়নের অঞ্চলে রূপান্তর করবেন। তিনি নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর ঘোষণা দেন, যার মাধ্যমে তারা পাঁচ বছর বিভিন্ন সুবিধা পাবেন। সারা দিনে তিনি ছাতনী ইউনিয়নের ১০টি স্থানে সভা ও সমাবেশে বক্তব্য রাখেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে প্রচারণায় অংশ নেন।
এই প্রচারণার মাধ্যমে নাটোরে বিএনপির নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।