নেদারল্যান্ডসের আলকামারের বিলাল মসজিদের ইমাম ইউসেফ মিসিবিহকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠকে অংশ নেওয়ায় বরখাস্ত করা হয়েছে। ইউরোপের ১৫ জন ইমাম গত ৭ জুলাই আইজাকের সঙ্গে দেখা করেন, যার নেতৃত্ব দেন ফরাসি ইমাম হাসেন চালগোমি। এরমধ্যে ইউসেফ মিসিবিহকে আরবি ভাষায় অনুবাদ করে ইসরায়েলের জাতীয় সংগীত গাইতে দেখা যায়। বিলাল মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউসেফের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে এখনই বরখাস্ত করা হয়েছে এবং তার সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক থাকবে না।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।