বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর বিরুদ্ধে দুর্নীতির ভয়াবহ অভিযোগ উঠে এসেছে একাধিক তদন্ত প্রতিবেদনে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর প্রতিবেদনে সিনিয়র কর্মকর্তা মনিরুল ইসলাম, মোহাম্মদ সেলিম ও সফির হোসাইনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পক্ষপাতের প্রমাণ পাওয়া গেছে। তবুও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রভাবশালী একটি চক্র এসব প্রতিবেদন গোপন রেখে ব্যবস্থা গ্রহণে বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাবেক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এসব কর্মকর্তা এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন এবং তদন্ত কার্যক্রমে প্রভাব বিস্তার করছেন। সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক প্রভাবের কারণে রাষ্ট্রীয় গণমাধ্যমে দুর্নীতি ও অনিয়মের সংস্কৃতি অব্যাহত রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।