জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি আপসহীন না হতেন, তবে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের আগেই বাংলাদেশ ভারতের প্রভাব বা নিয়ন্ত্রণে চলে যেতে পারত। সোমবার ঢাকার ইউনাইটেড হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তাহের বলেন, খালেদা জিয়া একজন দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও আপসহীন নেত্রী, যিনি এখন কেবল দলের নয়, সমগ্র জাতির নেত্রী। তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া, ঐক্য ও নীতিগত সমঝোতা বৃদ্ধির আহ্বান জানান। তাহের বলেন, আগামী নির্বাচন ও জাতীয় রাজনীতিতে ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশকেই প্রাধান্য দিতে হবে। এ সময় জামায়াতের ঢাকা-১৭ আসনের প্রার্থী এসএম খালিদুজ্জামানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।