২০১৫ সালে কারওয়ান বাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সায়মন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ওসি মো. মোবারক হোসেন বলেন, মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এর আগে, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় গত ৬ এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় এই হামলা হয়েছিল!