গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন। গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশের ব্যর্থতা স্বীকার করে বলেন, হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না, প্রতিটা হামলার জবাব দেবো। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন। শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে তিনি এসব বলেন। এর আগে সড়ক অবরোধ করে সংগঠনটি। তিনি আরো বলেন, আমার ওসি দুই ঘণ্টা পর রেসপন্স করেছে, তাকে বরখাস্ত করব। ১৭ বছর ধরে করা অত্যাচারকারীরা আবার মাথাচাড়া দিচ্ছে, তাদেরকে বরদাশত করা হবে না বলে জানান তিনি।