Web Analytics
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী যথাক্রমে পিরোজপুর-১ ও পিরোজপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাবার পরিচয়ে তারা এলাকায় আলোচনায় এলেও দুই আসনেই হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে তাদের কঠিন লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদীর প্রতিদ্বন্দ্বী সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারসহ বিএনপি ও এনসিপির প্রার্থীরা। অন্যদিকে পিরোজপুর-২ আসনে শামীম সাঈদীর প্রতিদ্বন্দ্বী সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বিএনপির আহমদ সুমন ও এনসিপির শামস ইস্তিয়াক রহমান। জামায়াত আগেভাগে প্রার্থী ঘোষণা করায় মাঠে তাদের প্রচারণা জোরালো হলেও অন্যান্য দল এখনো প্রার্থী চূড়ান্ত করছে। জেলার ভোটাররা মনে করছেন, পিরোজপুর-১ ও ২ আসনেই সবচেয়ে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।