রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলন। সম্মিলিত ইমাম-খতিব পরিষদের আয়োজনে এই বৃহৎ সম্মেলনের উদ্দেশ্য হলো ইমাম-খতিবদের ধর্মীয় দায়িত্ব স্বাধীনভাবে পালনের নিশ্চয়তা, সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠা এবং তাঁদের ১০ দফা দাবি উপস্থাপন। এতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক নেতারা বক্তব্য রাখবেন। আয়োজকরা জানিয়েছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার সংরক্ষণ, ইমাম-খতিবদের সামাজিক নিরাপত্তা ও সম্মানজনক ভাতা, এবং মসজিদ পরিচালনার আধুনিক নীতিমালা প্রণয়নের বিষয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হবে। দেশের বিভিন্ন অঞ্চলের আলেমরা এতে অংশ নেবেন বলে জানা গেছে।