লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় নূহা অটো ট্রেডার্স অ্যান্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ অস্ত্র তৈরির কারখানা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওয়ার্কশপটির মালিক নুর উদ্দিন ওরফে জিকু, যিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা। ডিবির ওসি শাহাদাত হোসেন টিটু জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওয়ার্কশপটি দীর্ঘদিন নজরদারিতে ছিল এবং সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কারখানাটি কীভাবে পরিচালিত হতো এবং কারা এর সঙ্গে জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। মালিককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।