বাংলাদেশের তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য ভারতীয় শুল্ক স্টেশন, বন্দর ও বিমানবন্দর ব্যবহারের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ৮ এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এ আদেশ জারি করে, ২০২০ সালের একটি আদেশও বাতিল করা হয়। বর্তমানে ভারতের ভেতর দিয়ে যেসব পণ্য পরিবহনে রয়েছে, সেগুলো ভারত ত্যাগ করতে পারবে। ভারতের পোশাক রপ্তানিকারকরা আগেই এ সুবিধা বাতিলের আহ্বান জানিয়েছিল। এই সিদ্ধান্তে নেপাল ও ভুটানে রপ্তানিতে প্রভাব পড়বে, যা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে যাতায়াত করত।