ইথিওপিয়ার আরের্তি শহরে ভার্জিন মেরি উৎসব চলাকালীন গির্জার অস্থায়ী কাঠামো ধসে অন্তত ৩৬ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সকাল ৭টা ৪৫ মিনিটে। অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, কয়েকজনকে রাজধানীতে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে কাঠের বিম ছড়িয়ে রয়েছে এবং ভিড় জমেছে। সরকার শোক প্রকাশ করে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। স্বাস্থ্য ও নিরাপত্তা বিধির দুর্বল বাস্তবায়নের কারণে দেশটিতে এ ধরনের নির্মাণ দুর্ঘটনা প্রায়ই ঘটে, যদিও ইথিওপিয়া বিশ্বের প্রাচীন খ্রিস্টান সম্প্রদায়গুলোর একটি।