অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সিলেট-৫ আসনের সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ ৪৭৭ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী সিলেট জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক সাজিব আহমদ। মামলার অভিযোগে বলা হয়, ৩ আগস্ট বিকাল ৪টার দিকে সিলেট সরকারি মহিলা কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা দাবি ও ছাত্র-জনতাকে হত্যার প্রতিবাদে আন্দোলন চলছিল। কর্মসূচিতে বাদী সাজিব আহমদও অংশ নেন। এ সময় আসামিরা নগরের রিকাবীবাজার থেকে মিছিল সহকারে এসে চৌহাট্টায় অবস্থানরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। আসামিদের গুলিতে বাদী আহত হন।