ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, পাগলা মসজিদের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্সের কাজ খুব দ্রুত শুরু হবে। পাগলা মসজিদ পরিদর্শন শেষে তিনি বলেন, পাগলা মসজিদের ফান্ডে বর্তমানে ৯০ কোটিরও বেশি টাকা আছে। মসজিদের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্সের কাজ খুব দ্রুত শুরু হবে। আগামী নির্বাচনের আগেই ভিত্তিপ্রস্থর স্থাপন হবে বলে আশা রাখছি। আরো বলেন, মাজার, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মামলা হলেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করবে। মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন উপদেষ্টা। তিনি বলেন, এর মধ্যে বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং কিছু ব্যক্তি গ্রেফতারও হয়েছে। এর আগে নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা।