জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গাজীপুরের বিশেষ কারাগারে রাখা হয়েছে। দণ্ডিত হওয়ার কারণে কারাবিধি অনুযায়ী তার ডিভিশন–১ সুবিধা বাতিল হয়ে ডিভিশন–২ তে নামিয়ে আনা হয়েছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, কোনো বন্দি দণ্ডিত হলে স্বয়ংক্রিয়ভাবে তার প্রথম শ্রেণির সুবিধা বাতিল হয়। মামুন চাইলে ডিভিশন সুবিধা বজায় রাখার জন্য আবেদন করতে পারেন, তবে সরকারের অনুমোদন প্রয়োজন। অনুমোদন না পেলে তাকে সাধারণ বন্দি হিসেবে থাকতে হবে এবং কয়েদির পোশাক পরতে হবে। কারা সূত্র জানায়, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ও আদালতে দেড়শ’র বেশি মামলা রয়েছে। ১৯৮২ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দিয়ে মামুন ২০২২ সালে ২৯তম আইজিপি হিসেবে দায়িত্ব নেন এবং এর আগে র্যাবের মহাপরিচালক ছিলেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়।