কুমিল্লার তিতাসে সাংবাদিক পরিচয়ে উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সির বিরুদ্ধে এক প্রধান শিক্ষককে ফোনে অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী গোফরানের সঙ্গে তার ৪ মিনিট ১৫ সেকেন্ডের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অডিওতে সোহেল নিজেকে ‘সাংবাদিক সোহেল মুন্সি’ পরিচয় দিয়ে শিক্ষককে অপমানজনক ও অশোভন ভাষায় কথা বলতে শোনা যায়। ঘটনাটি স্থানীয় শিক্ষক সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষক কমিটির সভাপতি মো. মোখলেছুর রহমান এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা জাসাসের সভাপতি কামাল পারভেজ ডালিম জানিয়েছেন, সোহেলকে আগেও সতর্ক করা হয়েছিল এবং এবার তার অপরাধ ক্ষমার অযোগ্য। দলীয়ভাবে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। ঘটনাটি শিক্ষকদের প্রতি অসম্মানজনক আচরণের বিরুদ্ধে সামাজিক ক্ষোভ সৃষ্টি করেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।