মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে কালচারাল রিসার্চ সেন্টার, ঢাকা আয়োজিত ‘নজরুল ইসলাম থেকে হাদি: আজাদীর লড়াই’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারতের কোনো দালালকে ক্ষমতায় আসতেও দেবে না, ক্ষমতায় থাকতেও দেবে না। তিনি বলেন, দেশের রাজনীতির তত্ত্ব বদলাতে হবে—ভারত যাকে সমর্থন করবে, তাকে ভোট দেওয়া বা ক্ষমতায় রাখা যাবে না।
তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলন বাংলাদেশে এক নতুন প্রজন্ম সৃষ্টি করেছে যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। শহীদ শরীফ ওসমান হাদির আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার লড়াই মূলত সাংস্কৃতিক লড়াই, যা বৈরি প্রতিবেশীর বিরুদ্ধে অব্যাহত রাখতে হবে। তিনি হাদির স্বপ্নের ইনকিলাব কালচারাল সেন্টার সংরক্ষণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আমার দেশ নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ নজরুল ইসলাম ও হাদির মধ্যে সাদৃশ্য তুলে ধরে বলেন, নজরুলের কবিতা জুলাই আন্দোলনের প্রেরণা ছিল। অনুষ্ঠানে কবি, শিক্ষাবিদ ও হাদির পরিবারের সদস্যরা অংশ নেন।