জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দল, সরকার এবং রাষ্ট্রীয় বাহিনীর গুম খুন নিপীড়ন উঠে এসেছে। করা হয়েছে বেশকিছু সুপারিশও। ঐ দপ্তরের কর্মকর্তা রোরি মুনগোভেন বলেন, প্রতিবেদনের তথ্য উপাত্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারকার্যে ব্যবহার করা যাবে। মানবাধিকার কর্মীরা দেশীয় ট্রাইব্যুনাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার গুরুত্ব দিয়েছেন বেশি। জাতিসংঘের সুপারিশের মধ্যে রয়েছে মানবাধিকার লঙ্ঘন না করে বিচার, অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার। আন্তর্জাতিক মানের শাস্তি অনুযায়ী মৃত্যুদণ্ড নিষিদ্ধ। এর ফলে বাংলাদেশ থেকে মৃত্যুদণ্ড উঠিয়ে নেওয়ার চাপ তৈরি হবে আবার। জাতিসংঘের সুপারিশের মধ্যে এমন সুপারিশও রয়েছে যা কেবল রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ। এমন অনেক সংস্কার দীর্ঘমেয়াদি, যা জটিলতা সৃষ্টি করছে।