মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, প্রশাসন হেরে গেছে। কারণ, গত নির্বাচনগুলোয় প্রশাসন নিজের মহিমা দেখাতে পারেনি। তবে আগামী দিনে ভালো নির্বাচন উপহার দিতে প্রশাসন অধীর আগ্রহে আছে। কিন্তু নির্বাচন শুধু প্রশাসনের একার বিষয় নয়। রশীদ আরও বলেন, আমাদের দেশের মানুষ হানাদারদের বিরুদ্ধে বীরের মতো দাঁড়িয়েছিলেন। আবার কাপুরুষের মতো অন্যের অধিকারও হরণ করেছে। একসময় মানুষ ছাত্রদের মাথায় তুলে রাখতেন, আবার তাদের এড়িয়ে চলতেও দেখেছি। তিনি বলেন, ১৯৭৪ সালে জাতীয় স্মৃতিসৌধে ভুট্টোকে ফুল দিতে দেখেছি। অথচ চার বছর আগে তিনি ছিলেন বাংলাদেশিদের কাছে খুবই ঘৃণার পাত্র। তিনি ঢাকায় এলে তাকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। আরো বলেন, ১৯৯০ সালের ডিসেম্বরে পবিবর্তনের কথা আমাদের মনে আছে। কাজে লাগাতে পারিনি, আমরা সেখানে হেরে গেছি। ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বলেন, শুধু প্রশাসন আর গণমাধ্যম নয়, বরং সব স্তর থেকে দলীয় সংকীর্ণতা ভুলে পেশাদারিত্ব অর্জন করা উচিত।