ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জানিয়েছেন, সংগঠনটি বর্তমান ও সাবেক কর্মীদের দেওয়া চাঁদার টাকাতেই পরিচালিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি বলেন, প্রত্যেক সদস্য তাদের সামর্থ্য অনুযায়ী চাঁদা দেন, যা সংগঠনের কার্যক্রমে 'বারাকাহ' হিসেবে কাজ করে। তিনি দাবি করেন, অন্যান্য সংগঠনের তুলনায় শিবিরের সদস্যরা বেশি আন্তরিকভাবে অর্থ ব্যয় করেন। জাহিদুল আরও জানান, অনেক সাবেক সদস্য যারা এখন ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, তারাও সংগঠনকে আর্থিকভাবে সহায়তা করেন। বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের আয়োজনে প্রায় এক হাজার নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় বলে জানান আয়োজকরা।