ইউক্রেনে সর্বশেষ ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো। এর ফলে এক লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, রাশিয়া এক রাতেই প্রায় ১০০টি ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল বিদ্যুৎকেন্দ্রসহ জ্বালানি স্থাপনা, তবে খারকিভ অঞ্চলের একটি স্কুল এবং খেরসনে একটি উঁচু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় বলেছে, মস্কোর এই পদক্ষেপ মূলত শীতের আগে বেসামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিক নীতি। এদিকে ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা স্বীকার করেন, প্রথমবারের মতো দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে প্রবেশ করেছিল রুশ সেনারা। তবে ওই অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে।