ফাঁস হওয়া হোয়াইট হাউস ও সেন্টকমের নথি থেকে জানা গেছে, ইসরাইল ও ছয় আরব দেশ—কাতার, বাহরাইন, মিশর, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত—মিলিতভাবে একটি গোপন নিরাপত্তা কাঠামো গঠন করেছে। গাজা যুদ্ধের প্রকাশ্য নিন্দা করলেও এসব দেশ গত তিন বছরে ইসরাইলের সঙ্গে সামরিক সহযোগিতা ও গোয়েন্দা বিনিময় জোরদার করেছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কাতারের আল উদাইদ ঘাঁটি ও মার্কিন ফোর্ট ক্যাম্পবেলে অনুষ্ঠিত বৈঠকগুলোতে ইরান ও প্রতিরোধ গোষ্ঠীর প্রভাব মোকাবিলার পরিকল্পনা নেওয়া হয়। কুয়েত ও ওমানকে ভবিষ্যৎ অংশীদার হিসেবে অবহিত করা হয়েছে। সৌদি আরব এতে সামরিক তথ্য বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরো কাঠামোটি গোপন রাখা হয়েছে এবং কোনো নতুন জোট গঠনের কথা অস্বীকার করা হয়েছে।