মাদাগাস্কারের প্রেসিডেন্ট অন্দ্রি রাজোয়েলিনা দেশজুড়ে বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়ে সেনাবাহিনীর জেনারেল রুফিন ফর্চুনাত জাফিসাম্বোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে ক্ষুব্ধ জনগণের বিক্ষোভ টানা তিন সপ্তাহ ধরে চলেছে এবং তা ক্রমে সহিংস রূপ নিচ্ছে। ‘জেন জি মাদাগাস্কার’ নামের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলনে হাজারো মানুষ প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছেন। রাজধানী আন্তানানারিভোতে কারফিউ জারি করা হয়েছে, পুলিশের সঙ্গে সংঘর্ষ, লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। রাজোয়েলিনা বলেছেন, নতুন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব পাবেন। ২০০৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা রাজোয়েলিনা ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনে বিজয়ী হন, তবে তাঁর শাসনে দুর্বল সেবা ব্যবস্থা ও বৈষম্য নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে। বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ আফ্রিকার তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন।