তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা একসময় মজলুম ছিল তারা এখন জালিমে পরিণত হচ্ছে, যা সমাজে এক উদ্বেগজনক পরিবর্তনের ইঙ্গিত দেয়। রাজধানীতে ‘উইমেন ইন ডেমোক্রেসি’ আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত বট বাহিনীর মাধ্যমে তার পরিবারসহ অনেকেই আক্রমণের শিকার হচ্ছেন। তিনি ধর্মের অপব্যবহার ও অনলাইন গালিগালাজের সমালোচনা করে বলেন, এটি ইসলামের শিক্ষা নয়। অন্তর্বর্তী সরকারের বিষয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দলের সমর্থনে সরকার গঠিত হলেও প্রথম আট মাসে ২০০টিরও বেশি আন্দোলনের মুখে পড়তে হয়েছে। রাজনৈতিক সহযোগিতার অভাব ও প্রশাসনিক দুর্বলতাকেই তিনি সরকারের ব্যর্থতার কারণ হিসেবে দেখেন। নারীর নিরাপত্তা প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, সাইবার বুলিং সামাজিক ফ্যাসিবাদের প্রতিফলন, যা এখনো সমাজে রয়ে গেছে। তিনি সামাজিক সংলাপ ও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানান।