ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম লিখেছেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাঈদ যেমন বুক পেতে দু’হাত উঁচিয়ে জীবন দিয়েছিল, ঠিক তেমনি ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারো রক্ত দিবে–কিন্তু পিআরের মতো অসম ব্যবস্থা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব্যহত করার পায়তারা সফল হতে দিবে না।’ হামিম লিখেছেন, ‘ব্যারিস্টার ফুয়াদদের এ দেশের জনগণ ফ্যাসিবাদবিরোধী শক্তি হিসেবে জানেন ও চিনেন। ব্যারিস্টার ফুয়াদ সাহেব ছাত্রদলের ছেলেদের দেখলে তার কেমন লাগে সেটি তুলে ধরতে যেয়ে গাঁজাখোর কথাটি যখন উচ্চারণ করলেন, তখন চোখের সামনে ভেসে উঠল আওয়ামী বয়ান, আবু সাইদ নাকি টোকাই-গাঁজাখোর ছিলো।' ফুয়াদকে তলস্তয়ের ‘সাড়ে তিন হাত জমি’ গল্প থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে হামিম আরো লিখেছেন, ‘ব্যারিস্টার ফুয়াদরা বিলেত থেকে ডিগ্রী এনেছেন ঠিকই, কিন্তু কতটুকুতে থামতে হয় সেই পরিসীমা সম্পর্কে ধারণা তৈরি করতে পারেননি।'