জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বাংলাদেশের বর্তমান শাসনকাঠামো একটি ঔপনিবেশিক ও আমলাতান্ত্রিক, যেখানে জনগণ ক্ষমতার উৎস নয় বরং শাসনের বিষয়। এই কাঠামো রাজনৈতিক দল ও সরকারকে জনগণের প্রতি জবাবদিহিমূলক হতে বাধ্য করে না। তিনি বলেন, ফলে ফ্যাসিবাদ কেবল একটি রাজনৈতিক মতাদর্শ নয়—এটি একটি কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক বাস্তবতা; যা পুরনো শাসনব্যবস্থার অন্তর্নিহিত বৈষম্য ও দমনমূলক রূপের মাধ্যমে পুনরুৎপাদিত হয়। আরও বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, শাসনব্যবস্থায় দলের সঙ্গে সমাজ শক্তির অংশগ্রহণ, স্বশাসিত স্থানীয় সরকার, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক নিরাপত্তা এবং সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর অসাংবিধানিক হস্তক্ষেপ বন্ধ করে নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করতে পারলেই ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব হবে। এছাড়া এই দানবকে প্রতিহত করা যাবে না।