পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। শুক্রবার তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই ঘোষণা দিয়ে বলেন, কারা বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কারাগারের ভেতর থেকে রাজনৈতিক নির্দেশনা দেওয়া ঠেকাতেই এই পদক্ষেপ। তিনি ইমরান খানকে ‘যুদ্ধোন্মাদনায় আক্রান্ত উগ্রপন্থি’ বলে অভিহিত করেন।
তথ্যমন্ত্রী সতর্ক করে বলেন, কারাগারের বাইরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, ইমরান খান ও তার দল আইএমএফকে চিঠি লিখে পাকিস্তানকে ডিফল্টে ঠেলে দিতে চেয়েছিল এবং ৯ মে সামরিক স্থাপনায় হামলার পেছনেও তাদের ভূমিকা ছিল। তারার দাবি, পিটিআইয়ের অনেক সদস্য এখন খানের ‘তালেবানসুলভ মানসিকতা’ থেকে দূরে সরে যাচ্ছেন।
সরকার খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারির বিষয়টি বিবেচনা করছে বলে জানান তিনি। উগ্রবাদী বা রাষ্ট্রবিরোধী চিন্তা ছড়ানো ব্যক্তিদের সঙ্গে কোনো সংলাপ হবে না বলেও তারার স্পষ্ট করে দেন।