Web Analytics
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জব্দকৃত সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর কার্যক্রম শুরু করেছে। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গুলশানের র‍্যাংকন আইকন টাওয়ারে বেনজীর আহমেদের ফ্ল্যাট থেকে জব্দ মালামাল হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

দুদক জানায়, আদালতের নির্দেশে নিলামের নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট মালামাল ত্রাণ তহবিলে জমা দেওয়া হচ্ছে। নিরাপত্তা ঝুঁকি ও মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা বিবেচনায় প্রকাশ্য নিলাম বাতিল করা হয়। তিন সদস্যের একটি কমিটি হস্তান্তর কার্যক্রম তদারক করছে।

আদালত দুদকের আবেদন মঞ্জুর করে রিসিভার ও সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, জুলাই বিপ্লবের আগেই বেনজীর আহমেদ দেশ ত্যাগ করে বর্তমানে পরিবারসহ স্পেনে অবস্থান করছেন।

Card image

Related Videos

logo
No data found yet!