নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকার মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে একাই ৪৫০ শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা নিচ্ছেন। ৩ ডিসেম্বর বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কোনো সহকারী শিক্ষক উপস্থিত নেই, অফিস কক্ষ ফাঁকা। প্রধান শিক্ষক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও অফিস সহায়কের সহযোগিতায় পরীক্ষা নিচ্ছেন যাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয়। অভিভাবকরা অভিযোগ করেন, একজন শিক্ষক দিয়ে পাঁচটি শ্রেণির পরীক্ষা নেওয়ায় মান নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়ছে। সহকারী শিক্ষকরা তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন। স্থানীয় আন্দোলন আহ্বায়ক শাহজাহান আলম বিপ্লব বলেন, সরকার দ্রুত সিদ্ধান্ত নিলে এই সংকটের সমাধান হবে।