রাজশাহীর দুর্গাপুরে জমিবিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ফেরদৌসী বেগম (৫৫) নামের এক নারী নিহতের ঘটনায় ১৩ জন ও পালটা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিপক্ষ বাদী হয়ে থানায় পৃথক একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। যে মামলায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এতে পুরুষশূন্য হয়ে পড়েছে এলাকা। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ফেরদৌসীর ভাই বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১২ জনসহ মোট ২৯ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যা মামলায় পুলিশ বিএনপি নেতা মামুনুর রশিদ মামুনসহ তার ১৩ অনুসারীকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের দখলকৃত জমি দখল করতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।