সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর অভিযোগে ছুটিতে পাঠানো হয়েছিল। কোর্ট প্রশাসন জানিয়েছে, সেই ১২ জনদের ১জন ৩০ জানুয়ারি পদত্যাগ করেন। দুইজন বিচারপতি হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাননি, দুইজন অবসর নিয়েছেন। এছাড়া চারজন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পূর্ণাঙ্গ অনুসন্ধান কার্যক্রম চালু রয়েছে। অপর তিনজনের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চলছে। এর আগে ১৫ অক্টোবর রাতে দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্টের ঘেরাও ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম। ঘেরাও হলে তাদের বেঞ্চ স্থগিত করে দেওয়া হয় এবং পদত্যাগ বা অপসারণের কর্তৃত্ব প্রধান বিচারপতির না, রাষ্ট্রপতির দপ্তরের বলে অপারগতা প্রকাশ করা হয়।