বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীর ব্যাটালিয়ন ও র্যাব-১১ (সিপিসি-২) এর যৌথ অভিযানে কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায় সন্ত্রাসী নাজমুল ইসলাম শামীমকে শনিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। আধুনিক জিপিএস ও লোকেশন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত চার ঘণ্টার অভিযানে স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানে তিনটি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১২ বোরের ৪০ রাউন্ড গুলি, ১৮ রাউন্ড মেশিনগান বুলেটসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। আটক শামীম কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তার নামে সাতটি মামলা রয়েছে। তিনি জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড কমিটির সহ-সভাপতি ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কর্মকাণ্ডে পূর্বে সক্রিয় ছিলেন।
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, সেনাবাহিনী শামীমকে র্যাবের কাছে হস্তান্তর করেছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় পাঠানো হবে। অভিযানটি নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়।