অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ঢাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে আহতদের অধিকাংশই আতঙ্কের কারণে আহত হয়েছেন, ভূমিকম্পের সরাসরি আঘাতে নয়। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি জানান, অনেকেই আতঙ্কে লাফিয়ে পড়া বা ধাক্কা খাওয়ার ফলে আহত হয়েছেন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন, একজনের অবস্থা গুরুতর। নরসিংদী থেকে আসা দুই রোগীর মধ্যে এক শিশু মারা গেছে, শিশুটির বাবা আইসিইউতে আছেন। মিটফোর্ড হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে, যার একজন মেডিকেল শিক্ষার্থী। তিনি বলেন, ভূমিকম্পের মাত্রা তুলনামূলক কম হলেও আতঙ্কের কারণে আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেশি। সব সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।