তুষার সারোয়ারের সঙ্গে একটি কথোপকথনের অংশ প্রকাশের পর আলোচনায় আসেন নীলা ইসরাফিল। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এনসিপির সাথে সবধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন নীলা। এদিকে নীলা এনসিপির কেউ না বলে জানালেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। জানান, জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এনসিপিতে যুক্ত করা হয়নি। যদিও নীলা লেখেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্তায়নের রাজনীতি নয়। একটি দলে একজন নারী হেনস্তার শিকার হওয়ার পরও অপরাধীর কোনও বিচার হয়নি। উল্টো দলীয় ছত্রছায়ায় সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই নেত্রী লেখেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলাম।