বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ পিআর পদ্ধতির সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় এবং পরিচিত নয়। এখন এটিকে সামনে তুলে নিয়ে আসা হচ্ছে কেন? তাহলে কি নির্বাচন নিয়ে অশুভ কোনো চিন্তা রয়েছে? এক দোয়া মাহফিলে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের কাজগুলো অমীমাংসিত রয়েছে, সেগুলো মীমাংসা করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। হঠাৎ করে নির্বাচনে নতুন পদ্ধতি আনলে বিশৃঙ্খলা তৈরি হবে, তালগোল পাকাবে। শেখ হাসিনা সমাজের প্রতিটি ক্ষেত্রে তালগোল পাকিয়ে গেছেন। আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে সত্যিকারের জবাবদিহিমূলক শাসন। চক্রান্তের এখনো শেষ নেই। চক্রান্ত অব্যাহত রয়েছে। অন্যান্য দিক থেকে অনেক ব্যর্থতা আছে সরকারের। কিন্তু গুম, খুন ও গুপ্ত হত্যার মতো হাসিনার যে বীভৎস নারকীয় দুঃশাসন ফ্যাসিবাদ এদেশের জনগণ দেখেছে, সেই সময় এখন নেই। এসময় তিনি বেগম খালেদা জিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুস সালাম, শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং আফরোজা আব্বাসের সুস্বাস্থ্য, আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।