রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে চার পদ রেখে বাকিসব সেল বিলুপ্ত করেছে জাতীয় নাগরিক কমিটি। কমিটির মুখপাত্র শামান্তা শারমিন জানান, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠক বাদে বাকি সব নেতৃত্ব, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত করা হয়েছে এক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক। গেল ৫ আগস্ট সরকার পতনের মাসখানেক পর জাতীয় নাগরিক কমিটি যাত্রা আরম্ভ করেছিল। সংগঠনটির আহ্বায়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখপাত্র শামান্তা শারমিন। নতুন দলে যোগদান করবে না এমন সব কেন্দ্রীয় সদস্যদের সদস্য পদ বাতিল হবে না, তবে নতুন দলে গেলে বাতিল হয়ে যাবে। আগামী ১৫ দিন চার মূল নেতৃত্ব দায়িত্বে থেকে পরবর্তী ফোরাম গঠন করবেন।