দক্ষিণ গাজার খান ইউনিসে শনিবারের ভারি বৃষ্টিতে শরণার্থী শিবিরগুলো প্লাবিত হয়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বেড়েছে। শুক্রবার সকাল থেকে নিম্নচাপ ও শীতল বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে আল-মাওয়াসি এলাকার বহু তাবু পানির নিচে তলিয়ে যায়, গাজার সিভিল ডিফেন্স জরুরি ব্যবস্থা নেয়। গাজা সরকারের তথ্য অনুযায়ী, আবহাওয়ার প্রভাব ও ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ১ লাখ ৩৫ হাজার তাবুর মধ্যে ৯৩ শতাংশই এখন বসবাসের অযোগ্য। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA) জানিয়েছে, তাদের কাছে আশ্রয় সামগ্রী প্রস্তুত থাকলেও ইসরাইল তা প্রবেশে বাধা দিচ্ছে, যা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে। সংস্থাটি সতর্ক করেছে, শীতের বৃষ্টি পরিস্থিতিকে আরও মরিয়া করে তুলছে। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার ওপর ভিত্তি করে যুদ্ধবিরতির আওতায় বন্দি বিনিময় ও পুনর্গঠনের কথাও রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় ৬৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।