Web Analytics
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতায় মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেন, আইটি খাতে দক্ষ জনবল তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র অত্যন্ত কার্যকর এবং এটি মেহেরপুরের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি কেন্দ্রটির সর্বোত্তম ব্যবহারের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলাই এই কেন্দ্র স্থাপনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, স্থানীয় উদ্যোক্তা ও ক্ষুদ্র আইটি ব্যবসাকে স্টার্টআপ হিসেবে গড়ে তোলা, তরুণদের ফ্রিল্যান্সিং ও ই-কমার্স প্রশিক্ষণ প্রদান এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সংযোগ স্থাপন—এই তিনটি লক্ষ্য বাস্তবায়ন করা হবে। কেন্দ্রটিতে আধুনিক কম্পিউটার ল্যাব, স্টার্টআপ স্পেস, ইনকিউবেশন সুবিধা ও ১৫০ আসনের অডিটোরিয়াম থাকবে।

সব প্রশিক্ষণ জাতীয় স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (NSDA) কর্তৃক যাচাই করা হবে, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা দেশ-বিদেশে স্বীকৃতি পান। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!