পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি জানিয়েছেন, সাম্প্রতিক দুইটি আত্মঘাতী হামলায় জড়িত হামলাকারীরা আফগান নাগরিক। তিনি সংসদে জানান, এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। ইসলামাবাদের জেলা আদালত কমপ্লেক্সে এক হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হন। অপর হামলাটি ঘটে দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজে, যেখানে বোমাবোঝাই গাড়ি ব্যবহার করা হয়। রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখোয়ায় অভিযান চালিয়ে সাতজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কের অবনতি ঘটেছে। ইসলামাবাদ অভিযোগ করছে, আফগান সীমান্তের ভেতর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে, যদিও কাবুল তা অস্বীকার করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করেছেন, দেশটি আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।