Web Analytics
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ ঘিরে বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। ১১ ডিসেম্বর তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়েছে, স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাধারণ জনগণের প্রবেশ বন্ধ থাকবে।

১৬ ডিসেম্বর সকালে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা পুষ্পস্তবক অর্পণ শেষ না করা পর্যন্ত সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এছাড়া গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো পোস্টার, ব্যানার বা ফেস্টুন টানানো যাবে না বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে।

সরকার সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছে যেন পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধের ফুলের বাগান বা পরিবেশের কোনো ক্ষতি না হয়। এসব পদক্ষেপের মাধ্যমে বিজয় দিবসের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!