Web Analytics
কক্সবাজারের কুতুবদিয়ায় সাবেক ছাত্রনেতা এরশাদুল হাবিব রুবেল হত্যা মামলায় প্রায় ২০ বছর পর আদালতের রায় ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রুস্তম মাতবর, সোহেল মাতবর, জুয়েল মাতবর ও ফরহাদ মাতবর। এর মধ্যে ফরহাদ মাতবর বর্তমানে কারাগারে আছেন, আর বাকি তিনজন দেশের বাইরে পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর সন্ধ্যায় বড়ঘোপ বাজার থেকে রিকশায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে রুবেল নিহত হন। নিহতের মা মমতাজ সুফিয়া বেগম কুতুবদিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। রাজনৈতিক প্রভাব ও জটিলতার কারণে মামলার অগ্রগতি দীর্ঘদিন স্থবির ছিল। ২০২৩ সালে মামলাটি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

নিহতের ছোট ভাই ও বর্তমান বাদী ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম জানান, প্রায় দুই দশক পর রায় ঘোষিত হলেও তারা পুরোপুরি সন্তুষ্ট নন এবং রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষিত এ রায়কে কেন্দ্র করে কুতুবদিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!