পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে প্রয়াত বিএনপি নেতা হাজী আক্কাছ আলী মাস্টারের তিন সন্তান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন ভিন্ন রাজনৈতিক অবস্থানে রয়েছেন। বড় ছেলে আলহাজ হাসানুল ইসলাম রাজা বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তৃতীয় পুত্র মো. হাসাদুল ইসলাম হীরা স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলন চালাচ্ছেন, অন্যদিকে বড় মেয়ে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা দলের মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহীনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এই বিভাজন স্থানীয় বিএনপির রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলামও হীরার সঙ্গে স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ৯৬২ জন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্বতন্ত্র বা স্থানীয় প্রার্থী নির্বাচনে অংশ নিলে ভোটের সমীকরণ পাল্টে যেতে পারে এবং জামায়াতের প্রার্থী অধ্যাপক মো. আলী আছগর মূল প্রতিদ্বন্দ্বিতায় উঠে আসতে পারেন।