Web Analytics
কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর (নাগরবাড়ি) এলাকায় ডায়াপার ফেলা নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারী ফাহিমা আক্তার আখি হত্যাকাণ্ডের মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কসবা সীমান্ত এলাকায় ভারতে পালানোর প্রস্তুতিকালে বুড়িচং থানা পুলিশ বিজিবির সহযোগিতায় তাদের আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সীমান্তের কাছাকাছি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন প্রধান আসামি মো. সাইদুর রহমান (২৪), দ্বিতীয় আসামি শাফিউল জান্নাত ওরফে সিয়াম (১৯) এবং চতুর্থ আসামি শাহারিয়ার নাজিম জয় (১৯)। সাইদুর ও সিয়াম বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের বাসিন্দা এবং জয় কুমিল্লা কোতোয়ালী থানার বাঁশমঙ্গল গ্রামের বাসিন্দা। ওসি জানান, তারা মামলার এজাহারনামীয় এক, দুই ও চার নম্বর আসামি।

গত ১১ জানুয়ারি দুপুরে ময়লা ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে ফাহিমা আক্তার আখিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ঘটনায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!