শনিবার রাতে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বিএম কলেজের শিক্ষার্থী ও পরিবহণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের পর বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে সারাদেশে বাস চলাচল বন্ধ রয়েছে। হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটির জেরে শতাধিক শিক্ষার্থী টার্মিনালে হামলা চালায়, শতাধিক বাস ও কাউন্টার ভাঙচুর করে এবং একটি বাসে আগুন ধরিয়ে দেয়, যা পরে ফায়ার সার্ভিস নিভিয়ে ফেলে। শ্রমিকদের দাবি, হামলার সময় বিপুল অর্থ লুট হয় ও ২০-২৫ জন আহত হন; অন্যদিকে শিক্ষার্থীরা অভিযোগ করে শ্রমিকরাই আগে তাদের ওপর হামলা চালায়। কোনো আনুষ্ঠানিক ধর্মঘট ঘোষণা না থাকলেও নিরাপত্তাহীনতা ও ক্ষতির কারণে মালিক-শ্রমিকরা বাস চালানো বন্ধ রেখেছেন। এতে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। মালিক সমিতির হিসাব অনুযায়ী, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে এবং অধিকাংশ বাস মেরামত ছাড়া রাস্তায় নামানো সম্ভব নয়।