এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। সবাই কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশ করতে দেব না, সে ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। মৌলিক সংস্কার শেষে নির্বাচন, আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন স্থগিত, জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতিসহ আটটি বিষয়ে এনসিপির সঙ্গে ঐকমত্য পোষণ করেছে খেলাফত মজলিস। খেলাফতে মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের জানান, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে মৌলিক সংস্কার শেষে নির্বাচন দেয়ার পক্ষে খেলাফতে মজলিস।